ও রাখাল
মাঠের মাঝে গাছের তলায়
গালে হাত দিয়ে কি ভাবছ?
তোমার হাতের বাঁশিটা দেখছি না যে -
হারিয়েছো বুঝি?
কোথায় হারালে?
বৃন্দাবনে?
নাকি কেড়ে নিয়েছে?
রাধা কোথায়? তাকেও ছেড়েছ?
ভালো।
সময়ের তালে তাল রেখে চলতে গিয়ে
সব হারিয়ে যাবে তোমার।
সব প্রেম,সব ভালোবাসা,
যমুনার জল আনতে রাধা আর যায় না।
তোমার বাঁশি আর বাজে না।
সুখ শান্তি সব হারিয়ে যাচ্ছে।
এবার হিংসা, লড়াই -
ভায়ের সাথে ভাইয়ের -
এবার মহাভারত।
না ভারত।
এখানে এসো। হাতে অস্ত্র নাও।
চক্র সুদর্শন চক্র।
সুধু পাঁচ জন ধর্ম যুদ্ধের জন্য তৈরী।
বাকি সব কৌরব বনে গেছে।
শত শত দুর্যোধনেরা জন্মেছে।
খুন হচ্ছে,ধর্ষন হচ্ছে, কাটাকাটি হচ্ছে।
বিনা যুদ্ধে নাহি দেবে সূচার্গ মেদিনী।
না না আমি মহাকাব্যের কথা বলছি না।
বলছি ভারতের কথা।
এসো উদ্ধার করো পাঁচজনকে।
এবার লড়াই লাগলে, আঠারো দিন নয়?
পুরো তিনশো পয়ঁষট্টি দিন লাগবে শান্ত হতে।
এ যে বাঁচার লড়াই, অস্তিত্বের লড়াই -
বাঁচাও রাখাল বাঁচাও।
ওরা ক্রমশ বাড়ছে।
===