আজ সকালে কুয়াশাকে দেখলাম -
জানালার ওপারে জমাট হয়ে জানালাটা খুলতে বলছে -
আমি বললাম কি হয়েছে কুয়াশা ?
কি কষ্ট ?
একটু জায়গা দাও নাগো ,একটু থাকি ।
কেন? কি হয়েছে ?
ঐ যে ওরা বড় গাল পাড়ছে-
নদীতে মাছ ধরতে যায়-যারা তারা
সকাল বেলা উড়তে পারে নি এরোপ্লেন ।
বেরতে পারে নি ট্রেন -বাস ।
সর্বনাশ !
এখনো সন্ধ্যা সন্ধ্যা ভাব ,সূর্য আসেনি এখনো-
আমি বললাম কুয়াশা চলে যাও তুমি-নইলে মরবে-
তুমি বড় বিষাক্ত হয়ে গেছো ।
আমি কি করব বলো ?
তোমরাই তো আমাকে কুলসিত করেছে -
ধুলিকণা জোর করে আমাকে বন্দী করেছে ।
আমার দেহে বিষ ঢেলে দিয়েছে ।
থেকে থেকে জানালা বেয়ে জল ঝরছে -
দেখে বললাম-
ঢুকতে দিইনি বলে কান্না জুড়ে দিয়েছ ?
বাতাস এসে সান্ত্বনা দিয়ে যায় ।
মেঘে মেঘে ফিসফিস কথা কয় -
জনহীন ক্ষুব্ধ পথ -কুয়াশার কালো রূপে ।
জেগে আছে এখনো দুঃস্বপ্ন
অন্ধকারে  ।
যে যার ফিরছে বাড়ী,  
ঘরে ঘরে বন্ধ যত দ্বার।
কুয়াশার দুখে দুখি নয় কেউ
ও যে কলঙ্কিত-বিষাক্ত ।
====