।।লেগেছে দহন হৃদয় মাঝে।।
         দেবপ্রসাদ জানা
             ২৬.৬.২০২০
লেগে গেছে দহন, হৃদয় মাঝে—
এই দেখো মনটাকে, মোহিনী আলোয়
চাপা দিয়ে উনুনের আঁচে পুড়ছে।
লেগে গেছে দহন অন্তপুরে ।  


ভালোবাসাকে গোপন করা যায় না মোহিনী।
প্রেমের করাল গ্রাসে ভালোবাসা মিথ্যার
জয়ধ্বনি দেয় ঠিকই।
কিন্তু বেদনার জ্বলন্ত অগ্নিশিখায়
মিথ্যা পুড়ে ছাইও হয় একদিন।


হরিনাম সংকীর্তন,
এতো প্রেম।
ভালোবাসা নয়।
কিন্তু অসহায় মন,
কেঁদে মরে হৃদয় মাঝে
মন হারানোর নেশায় পাগল ।


লেগে গেছে দহন মনের কোনে
সাবধান মোহিনী বেশী কথা নয়।
প্রেম হয়ে যায়।
ঐ আসে, ওরা আসে
দলে দলে মহাত্রাসে
প্রেমের বারতা নিয়ে।
লেগেছে দহণ মনের ভিতরে ।


আগুন না লাগলেও
লাগিয়ে দেবে ওরা।
কারা?
তোমার রূপ,
তোমার চলার ভঙ্গিমা।
তোমার চোখ,
তোমার দৈহিক আবেদন।
তোমার হাসি, তোমার মেঘঘন চুল।
তোমার ধরে রাখা অফুরন্ত যৌবন।
ওরা পাগল করে দিচ্ছে আমায়।
লেগেছে দহণ মনের মণিকোঠায় ।