।।লেখনী সম্রাট।।
দেবপ্রসাদ জানা
  ২১.০১.২০২১


কি লেখা,লিখলে কবি,লেখনী সম্রাট,
স্বর্ণাক্ষর লিপিখানি, বিধাতার দান।
কি দরকার ছান্দিক,মিলের বিভ্রাট।
সব হৃদয় প্রসূত,আপন সন্তান।


রূপ রস গন্ধ ঢেলে,মনের বিকাশ।
কখন হৃদয়-দিয়ে,প্রত্যেক চরণ।
ফুল ফল আকাশের,রূপের বিন্যাস
কখনো বা শব্দকোষে,খনিতে খনন।


কখনো নারীর রূপ,কখনো সমাজ,
কখনো ভালোবেসেছে,পাঠক হৃদয়।
কখনো বিদ্রোহী মনে,জেগেছে স্বরাজ,
কখনো কলম খানা,ডেকেছে প্রলয়।


কত অস্ত্র,কাটাকাটি,গেছে যাদুঘরে।
হে কলম আজো আছো,সকলের তরে।