লিমেরিক-1


ভোর যাদের  আটটায়
সকাল হবেই দশটায়
তাদের জন্য
অতি অনন্য
আসে চা তরমুজের পটটায়।


লিমেরিক-2


যারা এখনো নিদ্রা যায়
বিছানায় যেন নৌকা বায়
দোলদোল
বদর বোল
রাত কাটে তাদের না যে হায়।


লিমেরিক-3


মুক্ত হোক সংস্কারের বাঁধন
যুক্ত হোক সকল প্রান মন
পুনঃঐক্যতান
ঐক্যের গান
তুষ্ট হবেই তোমার ভগবান।


লিমেরিক-4


তোমাদের অনুপ্রেরনায়
লিখি আমি কি ছলনায়
গল্প পদ্য গদ্য গান
কবিতায় দি প্রান
কেঁদে ওঠে মন কি বেদনায়।


লিমেরিক-5


ভগবান আছেন তোমাতে
ভগবান আছেন আমাতে
বুকের ভিতর
বাতাসের উপর
মন্দিরে নয় মসজিদে নয় জগতে।


লিমেরিক-6


সকালবেলা দেখবে যখন
মনে মনে যে বলবে তখন
তোমায় ভালোবাসি
আমি তোমার দাসি
বলব আমি কেমন লাগে এখন।


লিমেরিক-7


ঘুম এলো মরন এলো না
সকলে এলো সে এলো না
স্মরনে আছে
ভুলি পাছে
দিতে হয় তাই বেশ বেদনা।


লিমেরিক-8


ঘুম আসে তবু স্বপ্ন আসে না
সে আসেতো প্রিয়া আসে না
স্বপ্ন যাক
প্রিয়া থাক
প্রিয়া বিনা প্রেম আসে না।


লিমেরিক-9


আঁকিবুঁকি কাটছি খাতায়
ঘুম নেইযে চোখের পাতায়
আসে না কবিতা
শুনহ বারতা
এক খানাও কবিতা লেখা হয়নি যে খাতায়।


লিমেরিক-10


ভায়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা
ফোঁটা যেন নড়ে না
ভাই যেন মরে না
যমের পায়ে ফুটক বেলের কাঁটা।
===