লক্ষ্য হারা
           দেবপ্রসাদ জানা
              ২৩.৭.২০২১
হারানো মনের ঢেউ, পেয়েছ নাকি কেউ?
         দেখো না একটু খুঁজে।
সহজ হতো তবে,       হৃদয় কথা কবে।
          বলো না একটু বুঝে।
অলস হয়ে শেষে,       মুখোমুখি বসে
              থাকো যে অভিমানে।
ঠিক সময়ের পাশে, ছায়া ফেলে আসে
                খুঁজে দেখো মনে।
ভেঙে দিয়ে মন,        খুঁজে ফেরো ধন।
                টানলে সীমারেখা।
টুকরো পুঁথির পাতা,প্রেমের গানে গাঁথা
               ছিঁড়ে ফেললে সখা?
চোখের সামনে ভাসে, ভিড় করে আসে
               স্মৃতির রঙে আঁকা।
এই অসাড় পৃথিবীর, তুমিও একটি বীর
             তাই ভালোবেসে ডাকা।
রাতজাগা এক পাখি,করছে ডাকাডাকি
                 ভোরের কুয়াশায়
চাদরে উদাসী হাওয়া,আদর দিয়ে পাওয়া
               খুঁজে ফিরি আশায়।
আমিতে জমানো যত, ছিলো মনের ক্ষত
                ফিরে গেছে তারা
লক্ষ্য হারানো ঢেউ,পাবে না আর কেউ।
                মানুষ হবে কারা?