।।লুকোচুরি।।
দেবপ্রসাদ জানা
  ৩০.৬.২০২০


লুকোচুরি চলছে- লুকোচুরি খেলা
অন্ধকার ছুঁয়ে দিতে চাইছে আমায়।
প্রতিদিনে প্রতিক্ষনে।
ছুঁয়ে দিতে চাইছে। তার ঘন কালো কালিমা
আমার সারা শরীরে মেখে দিতে চাইছে।
রাতের অন্ধকারে, দিনের আলোয় অবিরত।
কলকাতার জনবহুল রাস্তায়, বন্ধুদের সঙ্গকে
অবলম্বন করে ছুঁয়ে দিতে চাইছে।
আমি লুকিয়ে পড়ি।
কখনো মনের মাটি খুঁড়ে পাতালে।
কখনো হৃদয়ের চাতালে।
কার্জন পার্কের ইট পাথরের বেঞ্চে।
"এই যাবে নাকি? একশ "
কোথায়?
ওই জঙ্গলে।
সদ্য প্রাপ্ত ভোটার কার্ড খানা আমাকে
ইন্ধন দেয়, যাও না - একবার তো।
আমি ঝট করে লুকিয়ে পড়ি
মায়ের দেওয়া ছোট্ট রুমালটায়।
মায়ের আঁচল।
সিনেমা হলে পাশের সিটে বসা মহিলার হাত
আমার জানুর ওপর এসে পড়ে।
আর ওঠে না -
সদ্য পরা ফুল প্যান্টটায় যে এত উদ্দীপনা
এতদিন বুঝিনি।
সেদিন বুঝেছিলাম।
আমি লুকিয়ে পড়ি।
বাবার কিনে দেওয়া সান গ্লাসটায়।
তবু খুঁজতে থাকে আমায় অন্ধকার।
আমাকে ছুঁয়ে দেবে বলে।
ছুঁয়ে দিলেই তো আমি চোর।
তখন আমাকে খুঁজতে হবে অন্ধকারকে।
ভিড় বাসে মহিলা সিটের ধারে দাঁড়িয়ে থাকা
মহিলা শরীরের উষ্ণতা দেয়।
রক্ত স্রোত দ্রুত হয়।
অন্ধকার গিলে ফেলতে চায়।
ছুঁয়ে দিতে চায়।
নিজের মনকে বলি এটা ঠিক নয়।
ঘুরে দাঁড়াই।
এতদিনে আমি ভদ্রলোক হলাম।