।। মা আমার মা।।
দেব প্রসাদ জানা
    ২০.২.২০২১


আবার যদি শুনতে পাই,
তুমি ডাকছ মা-খোকা বলে,
পেছন থেকে-রাগ করব না আর।


তুমি বলতে,রাগ করিস না
পেছন থেকে ডাকলে মা
বিপদরা সব,আর থাকে না।


সেদিন তো ডেকেছিলে-
খোকা বলে, পেছন থেকে
কই বিপদ তো কাটল না মা?


তবে যে ভারি,সোহাগ করে
আদর করে,কাছে টেনে,
আঁচল দিয়ে মুখটা মুছে-
বলে গেলে- ভালো থাকিস।


কি করে মা ভালো থাকি?
তুমি যে নেই-দরজা টা খালি থাকে
অফিস যাওয়ার বেলায়।


কেউ বলে না সাবধানে যাস
আস্তে করে গাড়ি চালাস।
তাড়াহুড়ো করিস না।


পাঁচিল ধরে পথের পানে
চোখ রেখে আরতো কেউ দাঁড়ায় না
মনের ব্যথা শোনার জন্য
কেউ বলে না আয়-
কি হয়েছে বল।


কেমন আছো আমায় ছেড়ে
নীল আকাশের গায়।
বলতে তুমি মরা মানুষ
তারা হয়ে যায়।


বলো তো মা কোন তারাটা?
নতুন করে উঠল আকাশ জুড়ে ?
তোমায় আমি কেমন করে
দেখব তার মাঝে।


ঝগড়া ঝাটি খুনসুটি
বলতে তুমি-বড় হয়েছ?
মায়ের কাছে সব ছেলেরাই ছোট্ট।


আজ বুঝি মা, মা মা বলে
ডাকতে,কত মিষ্টি লাগে।
গুটিগুটি পায়,সেই যেমন করে আমি,


শেষের দিকে তেমন করে
আসতে তুমি আমার কাছে।
রাগ করে বলতাম তোমায়
কেন আসো? কষ্ট করে?
আমায় ডাকতে পারতে।


বলতে মুখ করিস কেন? রোজ।
আজ ভারি মিষ্টি লাগে তোমার কথা গুলি
তুমিতো গেলে চলে, এখন কারে মা বলি?