সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।। মা আসুক।।
দেবপ্রসাদ জানা
২৩.৮.২০২০


শ্রাবনের ধারা ঝরে গানের বন্ধনে
হৃদয়ে তাই বাজছে গানের অন্তরা
হিমেল হাওয়া লাগে,মনের অঙ্গনে
আকাশ বাতাস নদী,ঝরে ঝর্না ধারা।


মেঘবালিকা হাসছে,ঝিকমিক রোদ
রামধনু আঁকছে রে,বাদলের মেয়ে
মেঘের দাপট এত,  তবু নাই বোধ।
আঘাত পেয়েছে মনে, তবু ওঠে গেয়ে।


অসীম বেদনা ভরা জলে ভেজা কাক।
শিউলির ডালে বসে থর্ থর্ কাঁপে
বাতাসের গায়ে লাগে,হিমের খোরাক
শরতের আহবান করে ধাপে ধাপে।


যত পাপ ধুয়ে যাক শ্রাবনের জলে
মা আসুক হাসিমুখে,পুরো কাশফুলে।