।। মা লক্ষ্মী ।।
দেব প্রসাদ জানা
৩১.১০.২০২০


দক্ষিণহস্তধারিনী পাশ,অক্ষমালা
বামহস্তে নীলপদ্ম অঙ্কুশধারিণী,
পদ্মাসনে উপবিষ্টা, শ্রীরূপ,নিরালা
ত্রিলোকমাতা,সুন্দরী,হৃদয়হারিণী।


সর্বালঙ্কারভূষিতা, ব্যগ্রহস্তে মাতা,
সুবর্ণপদ্মধারিণী,বামে কুম্ভ ধরো ।
বরদাত্রীদেবীলক্ষ্মী,হে ত্রিলোক মাতা
ধনদাত্রী মধ্যনেত্র জাগরিত করো।


দিকে দিকে অনাহার,খাদ্যের অভাব,
জগন্মাতা দেবী, করো রাগ পরিহার।
মুক্ত করো, অন্ন ভরো,কেন মৌনভাব?
খোলো গো নয়ন তব,দেখো একবার ।


নিশীথে বরদা লক্ষ্মী,দেবী কোজাগরী।
ধন রত্নে পূর্ণ করো, শুন্য এ গাগরী ।