।।মায়ের পদধ্বনি।।
   দেবপ্রসাদ জানা
    ২২.২.২০২১


আমি শুনতে পেলাম,মার পদধ্বনি।
নাকি পুরানো দিনের,কিছু আবর্তন,
সেই সিঁড়ি দিয়ে উঠে আসবে বুঝিনি
আমার মনের ভুল,ফেরে না মরণ।


শুধু মা ব্যতিত ঘর,একটা দিনের।
আবার এক মৃত্যুর দিকে অগ্রসর,
বেহিসেবের জীবন,শুধু ক্ষনিকের।
ভ্রান্ত করিডোরে রই,জন্ম জন্মান্তর।


উপন্যাসের চাহিদা,অপূর্ণ থাকে না।
অনেক যোগ বিয়োগ,ভাগ,অঙ্ককষা
অনেকই কাটাকুটি,ছন্দের যন্ত্রনা।
জীবন একটা শব্দ মাত্র,মৃত্যু মেশা।


শেষ হয়ে যাবে নাকি,ছায়াহীন পথে।
পদধ্বনি শুনি নিত্য,নীরব প্রভাতে।