।।মহামায়া জায়া।।
  দেবপ্রসাদ জানা
    ০৬.১১.২০২০


হে প্রভু কেমন লীলা,সব শক্তি তারে?
বুদ্ধি পেতে সরস্বতী,টাকা পেতে লক্ষ্মী।
বউয়ের সাথে দ্বন্দ্ব, থাকি অনাহারে।
শক্তি চাই,দূর্গা কালি,যেন তারা যক্ষী।


সব শক্তি,নারীশক্তি,বাবা তোমরা কি?
তুমি আছো হিমালয়ে,নারায়ন একা।
বাঘ্রচর্মে লজ্জা ঢাকো,শাস্তি পাও নাকি?
সাপ আছে পাহারায়,কই যাবে কাকা?


লম্ফঝম্ফ,নামযশ,কিছু নয় কাজে।
চক্রবক্র ছেড়ে বিষ্ণু,বাঁশরিয়া মস্ত।
ত্রিশুলটা দান করে, ঢুগঢুগি বাজে।
বুদ্ধি শক্তি ধন দিলে,নিজে শুন্য হস্ত।


ভয়ে ভয়ে ঘরে থাকি,সব শক্তি তার।
ভগবান হেরে গেছে,আমি কোন ছার।