।।মহামতি অর্জুন।।
  দেবপ্রসাদ জানা
   ১৭.০১.২০২০


মনিপুরি রাজকন্যা,নাম চিত্রাঙ্গদা।
অরন্যে অর্জুন দেখি,আনন্দে অজ্ঞান।
দ্বাদশ বছর যিনি, ব্রহ্মচর্যে বাঁধা।
গাণ্ডিব ধারী অর্জুনে,করিল সম্মান ।


রূপের পসরা হেরি,অর্জুন সম্মুখে।
রূপে মুগ্ধ মহাবীর,প্রেমের সাগরে।
সেইক্ষনে মহারাজে,কহে নিজ মুখে।
চিত্রার পানি গ্রহন,করিল সাদরে।


ধর্মরাজ্য স্থাপনের,একি অনাচার।
ব্রহ্মচর্য নাশ করে,চিত্রাঙ্গদা চান।
অর্জুনের চরিত্রে কি,এত অন্ধকার?
মহাভারতের কথা,অমৃত সমান।


পূরাণ পুরুষ গণে, শর্ত ভঙ্গ করে।
হাজার পাপের পরে,ধর্ম তুলে ধরে।