।।মানুষ।।
দেবপ্রসাদ জানা


আমাকে মানুষ হতে দাও বসুন্ধরা।
কেন ভরে দিচ্ছো মনে,কুসংস্কার সব।
আলখাল্লা,নামাবলি যত পরম্পরা-
তোমরা-সবাই খুলে নাও,তোলো রব।


মোরে অমানুষ করে কিযে পাও তুমি।
কোরান,পুরাণ,গীতা,বাইবেল,বেদ
ধর্মের এত যে ভাগ,কেন রাখে ভূমি ?
বুঝিনি আজও আমি,এ প্রকারভেদ।


মানবিকতা পালন ,জীবনের ধর্ম।
জীবনের সত্যি মানে,বুঝতে চাইছি।
আমার ফাঁকা মন্দিরে,মানুষের কর্ম
তাই যে অবিনশ্বর,বুঝতে পারছি।


মন্দির আমার ধর্ম,মসজিদ কর্ম।
আল্লাহ হৃদস্পন্দন,ভগবান বর্ম।