।।মানুষের ঘরে।।
দেবপ্রসাদ জানা
  ২০.০১.২০২১


চঞ্চল মনের দোর,খুলে রেখো নদী
হালকা বাতাস পাবে,সুখী ঘর খানা
কটূকথা সব ভুলে,থাকা যায় যদি -
বটবৃক্ষসম ছায়া,শান্তি দেবে কিনা?


মানুষের পাশে থেকে,মানুষের মতো-
নির্মাণ করবে তুমি, নিজের ভূবন।
হাতে হাত রেখে তুমি,প্রকৃতির মতো
রাগ ক্ষোভ ক্রোধ ভুলে,গড়িবে স্বজন।


বটবৃক্ষ হও যদি, রবে চিরকাল-
তোমার ছায়ায় এসে,পথিক বসবে,।
যাওয়ার পথে কেউ,ভেঙ্গে নেবে ডাল,
হয়তো তোমার বক্ষে,কাঁটা গেঁথে দেবে।


তবুও অপেক্ষা করো,কবে ভোর হবে?
মানুষের গর্ভে কবে, মানুষ জন্মাবে।