।। ময়লা।।
দেবপ্রসাদ জানা
  ৫.১১.২০২০


দুখের পাহাড়ে জন্ম নিয়েছে আগাছা।
দুখের থেকেও তারা,আরো ভয়ঙ্কর
যেটুকু সুখের নদী,তাতে পরগাছা-
দুখের পাহাড়ে কষ্ট, দুখের উপর।


একটা ইদুঁর চাই, দুখের পাহাড়ে
সে শুধু দুখের মাটি,কেটে ফেলে দেবে
একজোড়া হলে ভালো,সংখ্যায় তো বাড়ে
এক দুই তিন করে, বংশ বৃদ্ধি হবে।


ইদুঁর পারে দুখের পাহাড় কাটতে।
সাহসী ইদুঁর, মনে বসবাস তার।
লুকিয়ে থাকে মনণে। নিষ্ঠুর আঘাতে
অলস মনের শক্তি,জাগিবে আবার।


দুখের পাহাড় খানা,ময়লার টিলা।
জমেছে ময়লা মনে,ফেলো এই বেলা।