।।মেঘ হতে পারি।।
দেবপ্রসাদ জানা
    ০৫,০৬,২০২০


আমি তোমার জন্য মেঘ হতে পারি বৌঠান,
কিন্তু বৃষ্টি দেবো না একটুও।
কেন দেবো? বৃষ্টি দিলে তোমার সুখ।
তাতে আমার কি লাভ?
তার চেয়ে ঝড় হই,
হই হই রই রই
আয়লা ফনি আমফান
সব ভেঙ্গে চুরে খান খান।
প্রত্যাখ্যান।
হ্যাঁ আমি প্রত্যাখ্যান করলাম
আমি সূর্যটাকে আড়াল করেই রাখলাম।।
মেঘ তো আড়াল করেই রাখে।
চন্দ্র সূর্য গ্রহ তারা
এমন ই নিয়ম, এমন ই ধারা।
জোছনাটাকেও আড়াল রেখে একটু শাস্তি দিলাম।
হ্যাঁ আমি মেঘ হতে পারি বৌঠান তোমার জন্য
বৃষ্টি দেবো না একটুও, মনে রেখো অরন্য
কেন দেবো তাতে আমার কি লাভ ?
তোমার মরা নদী ভরা হবে
জলোস্রোতা কুমারী হবে।
পাহাড় ভেঙ্গে ঝর্না দেবে।
ঝর ঝর ঝর ঝর ওপর থেকে লাফিয়ে পড়।
কাঠফাটা রোদে ফাটা মাঠ,সিক্ত হলে গর্ভবতী।
দিকে দিকে সবুজের জন্ম হবে রাতারাতি।
আমার তাতে লাভ? রাগ করো না বৌঠান
তার চেয়ে আগুন হই -
জীবনের গোপন পাপ গুলো
নীরবে নিভৃতে চিতার সহবাসে পোড়াই।