।।মেঘবালিকা।।
দেবপ্রসাদ জানা
১০.১০.২০২০


কেন মেঘ নানা রূপে,ওড়ো তার গায়
নীল আকাশে শরৎ,ডাকে প্রতিবার।
হেথায় বাতাস, মুক্ত কণ্ঠে গান গায়।
নানা রঙ নানা পাখি,বুঝেছ এবার?


বেশ তা না হয় হলো,কিন্তু শরতের -
মেঘবালিকা শিশুই তুমি,বুঝলে না?
আকাশের সাথে প্রেম,বড় বিপদের।
শোনো মেঘ,আমাদের মিথ্যে বলবে না।


তোমার কথা বলছি,শোনো একবার-
আকাশের সাথে প্রেম!মোটে ছিলো না
বন্ধু বটে,ভালো বন্ধু,বলেছে সেবার
তবে প্রেমটেম?না না সেটা ছিলো না।


তবে শরতের মাসে? এত সেজেগুজে -
কেন আসো প্রতিবার,সকলেই বোঝে।