।।মন পাথারে।।
দেবপ্রসাদ জানা
১৫.১০.২০২০


জলে নয় তো আগুনে,বিপন্ন লগনে
শরতে নয় ফাগুনে,ডুব না দিলেও-
ডুবিয়ে মারবে ওরা, ঐ আপনজনে-
অতল সাগরে মন,ডুব না দিলেও।


আমি তেমন ডুবুরি নই,তাও ভালো।
তোমার মনের বিলে,ঝাঁপ দিয়ে আজ
হাবুডুবু খেয়ে মন,সাঁতার শিখলো।
গভীরে মনের থই,পেয়ে গেছি আজ।


তোমার মনের নীল সমুদ্রে ডুবুরি
ক্ষনকাল,সে সাগরে ডুবে মরি আমি।
যা কিছু আমার তাই এনেছি সবরী
কত আর পরীক্ষায়,তুল্য নেবে তুমি।


মাঝ পাথারে তলিয়ে,যাওয়ার পরে
নুড়ি পাথর কুড়িয়ে,নিয়ে আসি ঘরে।