মনের আকাশে
দেবপ্রসাদ জানা
৬.৮.২০২১


আদরের চোখে দেখা শরতের ভোর
ঘাসের ওপর পড়া, শিশিরের মুক্তো।
আনন্দের উৎসব,নিয়ে গেছে চোর।
পাতে নেই টকঝাল,পাই শুধু শুক্তো।


পরিপূর্ণ ভালোবাসা বাতাসে মিলায়,
স্নেহময় আদরের হাত হারিয়েছে।
আরো একটা শরৎ যে দোরগোড়ায়।
কাশবনে সাদামেঘ, হাসি ভরিয়েছে।


এইতো কদিন আগে ছিল মোর কাছে।
মা বলে ডাক দিলেই,গুটি গুটি পায়-
কাছে এসে হাসি মুখে,মিষ্টি চোখে চায়।
শরীরী জ্যামিতি তার খুশিতে যে নাচে।


আজ নাই মোর কাছে,মন কাঁদে হায়।
মনের আকাশ যেন, বেহাগ বাজায়।