।।মনোফুল।।
দেবপ্রসাদ জানা
১৯.১১.২০২০


তোমাকে দেখেছি সেই,কুয়াশায় মোড়া
এক ভোরের সকালে,শিউলির তলে।
ঐ ফুলের সাঁজি হাতে,টপকিয়ে বেড়া
এসেছ বাগানে মোর,হাতের নাগালে।


যেন স্বর্গের রমনী,এসেছে বাতাসে-
ভেসে,যেখানে মিলেছে,হৃদয়ে হৃদয়।
পৃথিবীর সব সাদা মেঘেরা আকাশে-
ভিড় করে আছে ওই,পাকিয়ে বলয়।


শিউলির মতো মন, ঘ্রাণে মুখরিত।
পূবের দিগন্তে হাসে,প্রেমোহারী সূর্য।
শিউলির হাসি ছিল,বেশ পুলকিত।
কেড়ে নেবে সব হাসি,অহঙ্কারী সূর্য।


পড়ে থাকে মনোফুল,ঘাসের উপরে।
তুলে নিয়ে এসো প্রিয়া,সাঁঝির ভিতরে।