মনুষ্যত্ব?
মনুষ্যত্ব কাকে বলে?
কত যে নাটক করলাম
লোক শিক্ষার জন্য।
কত যে কবিতা লিখলাম
জ্ঞান প্রসারণের জন্য।
কি হয়েছে মহামারীতে
মানুষের পাশে দাঁড়াইনিতো।
এই যে কত ভালো ভালো কথা
ফেসবুকে আপলোড দিলাম।
এই যে কত প্রেমের কবিতায়
নিজের মৃত্যুকে সাধারণদের জন্য
উৎসর্গ করলাম।
শুধু মহামারীর মৃত্যু মিছিলে
যোগ দিতে চাই নি।
কত প্রবন্ধে করোনার গুষ্টির ষষ্টি পুজো করে
তবেই বিশ্রাম নিয়েছি।
সরকারের ভাব মুর্তির যোগ বিয়োগ করলাম।
এটা মনুষ্যত্ব নয়।
তাছাড়াও -
সোসাল মিডিয়ায় কত নিজের হাতে তৈরী
খাবারের ছবি দিলাম।
যারা রাস্তার পশুদের খাদ্য বিতরণ করছে
কত লাইক করলাম।
যত বিদ্যেবুদ্ধি বালা লোকজনদের,
কবিতার আড়ালে যা নয় তাই বললাম।
এটা মনুষ্যত্ব নয়?
এর পর কি মনুষ্যত্ব দেখাতে গিয়ে
নিজের জীবনটাই দিয়ে দেবো?