।।মনুষ্য দহণ।।
দেবপ্রসাদ জানা
  ২৯.৯.২০২০


ঘাসের ডগার দীর্ঘ কোলাহল শুনে,
বটবৃক্ষ পেতনির কানে কানে  বলে
"দেখরে পেতনি দেখ,করোনার গুণে
ঘাসেরাও আজ,মাথা নেড়ে কথা বলে।


রাতে তার চার পাশে ছিলো উলুবন
পাহাড়িয়া লতা আর করোনায় মরা
ভূত পেতনির দল। হবে আন্দোলন।
নালিশ জানাচ্ছে সব,অকাল মৃতেরা।


মনুষ্য দহণ যজ্ঞ, করছে পৃথিবী -
আগুনে যেমন পোড়ে উলুঘাস বনে,।
করোনার অজুহাতে বিশ্বশুণ্য হবি
অকাল মরণ ফাঁদে,বাঁধা অকারণে।


শুণ্য খাজানা ভরতে,মরণের ফাঁদ
গরীব আরো গরীব,ধনী ছোঁবে চাঁদ।