মৌমি মেঘ তোকে ডাকছে
কড় কড় কড় কড় ঐ দেখ।
ঐ দেখ আকাশের গায়ে মেঘেরা
খেলা করছে বিদ্যুতের আলোয়।
ছাদের ওপরে শিল গুলো কেমন লাফালাফি করছে।
কড় কড় কড় কড় ঐ দেখ।
মৌমি মেঘ তোকে ডাকছে ভিজবি আয়।
বাতাসের ভারি রাগ, এলো পাথাড়ি ছুটছে।
খেলায় তারে বাদ দিয়েছে মেঘ।
তাই ছাদের ওপর আছড়ে পড়ছে।
ছাদের গাছ গুলোকে উপড়ে দিচ্ছে রাগে।
ঐ দেখ ঝরা পাতা গুলোও কেমন পাখির মতো উড়ছে।
বৃষ্টিও আজ কখনো এদিক কখনো ওদিক বাতাসের মন বুঝছে।
কড় কড় কড় কড় ঐ দেখ -
ঐ দেখ মৌমি মেঘ তোকে ডাকছে
আকাশের গায় ভেসে ভেসে বৃষ্টির ফোঁটা গুনছে।
শিল নয়তো বরফের চাঁই ছাদের ওপর খেলছে।
আয় মৌমি ভিজবি আয় মেঘ তোকে ডাকছে।
কড় কড় কড় কড় ঐ দেখ
মৌমি মেঘ তোকে আবার ডাকছে -
যাবি? ছাদের ওপর ভিজতে।
বেল ফুলের ঝরে পড়া দেখতে
পাশের বাড়ির নারকেল গাছে ভেজা কাকের
কাঁপুনি দেখতে।
যাবি নাকি ছাদের ওপর ভিজতে।।