।।মৌনতার ভাষা।।
  দেবপ্রসাদ জানা
    ১০.১২.২০২০


অভিমানে প্রিয়তমা,কোথা চলে যাও?
এমন কি কথা হলো, রাগ হলো মনে।
গোধূলির নানা রঙে,রঙ মেখে নাও।
সব কালি ধুয়ে যাবে,রবে মোর সনে।


নিরুপিত ছন্দ নিয়ে,কিছু কথা বলো।
প্রকৃতির বুকে দেখো,রাত্রি নেমে আসে,
কুয়াশায় ডুবে গেছে,কনে দেখা আলো।
মেঘে মেঘে বেলা যায়,দেখো ভালোবেসে।


ও দেহে লাগবে নাগো,কলঙ্কের দাগ।
হৃদয়ের টান ভারি,বেদনায় ঘেরা।
ভালোবাসার সন্ধিতে, রাগ অনুরাগ।
উপেক্ষার জ্বালা সয়,ভালোবাসে যারা।


ভরাবে শূন্যতা মোর,এই ছিল আশা,
প্রেম বোঝে শব্দশূন্য,মৌনতার ভাষা।