।। মৃত্যুপুরী।।
শিরোনাম -দেবপ্রসাদ জানা।
১৯,৫,২০২০


অভিশিক্ত হতে চাইছি চেতনায়।
গ্রন্থিতে, গুহামুখে সুপ্ত বেদনায়।।


বসে আছি স্তব্ধতায় পথ ছেড়ে নিরাশায়।
কর্মহীন অকর্মণ্য নির্বাক নিঃসঙ্গতায়।।


কেঁপে উঠি আত্মার বুক ফাটা বেদনায়।
এতদিন আত্মস্থ থেকেছি বোবা কান্নায়।


অহঙ্কার প্রতিপত্তি কীর্তি যশ।
আজ ভাইরাসের হাতে বশ।


রক্তাক্ত চোখে রোদ্রছায়ায় অলিতে গলিতে।
দুয়ারে পথে প্রান্তরে আর গরীবের খুলিতে।।


আকাশে বাতাসে শুধু তেড়ে আসছে ভয়।
কেঁপে উঠি টের পাই যেন আর বেশী দিন নয়।।


ভেতরে ভেতরে নশ্বরতার নৈঃশব্দ্য মহামারী।
হাত ছানি, কি কঠিন দৃষ্টিপাত প্রান যাবে ছাড়ি।।


তুচ্ছতার আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ঝলসে দিতে চাইছে।
গত একশ বছরের ঋণ একসাথে শোধ নিতে চাইছে।।


মৃত্যুর ছোঁয়ায় পরিপূর্ণ আধাঁর পৃথিবীর সবটা।
চিতার আগুন একটা নেভার আগে আর একটা।


কবরের মাটি, একবার ফেলা শেষ হতে না হতে।
সেই ক্ষনে  আর একটা লাশ কবরে হচ্ছে দিতে।।


গত একশ বছরে একবার ম্যানমেড মহামারী।
হ্যাঁ ম্যানমেড, ইঙ্গিত দিচ্ছে অনবরত তারি।।


পৃথিবীর ভারসাম্য রক্ষার নিষ্ঠুর আয়োজন।
মানুষ মানুষকে মেরে পাশবিকতার নিদর্শন।।


হে মৃত্যুর দূত রক্ষা করো,ক্ষমা  করো সবে।
তোমার থাবায় এ পৃথিবী সন্তান শুন্য হবে।।


নিঃস্ব রিক্ত অন্তঃসার শুন্য পাশবিক ক্ষুধা।
মৃত্যু মিছিল রাজপথে,ঢেলে দাও অমৃত সুধা।।