আমি মুগ্ধ হয়ে যাই
তুমি যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালো,
তখন তোমাকে লক্ষ্মী মনে হয়।
তুলসীতলায় প্রদীপ দিয়ে,
ধুনোর গন্ধ ছড়াতে ছড়াতে
সারা ঘরে একটা আধ্যাত্মিক
মহিমায় ভরে তোলো তুমি।
আমি মুগ্ধ হয়ে যাই।
ভুলে যাই আমি আমার বাড়িতে রয়েছি।
স্বর্গ মনে হয় ঘরটাকে।
তুমি যখন অনেক কাজ করে বকবক করো,
নিজের মনে, নানান প্রশ্নে জর্জরিত করো আমাকে।
আর বাচ্ছাদের পড়তে বসাও,
মনে হয় গৃহশিক্ষিকা।
ভালো লাগে আমার বাচ্ছাদের সব থেকে প্রিয় শিক্ষক তুমি।
তখন মনে হয় আমার ঘরটা একটা সুন্দর শিশুবিদ্যালয়।
আমি মুগ্ধ হয়ে যাই।
যখন তুমি সকাল থেকে রান্না করে,
নিষ্ঠাভাবে আমাদের খাবার পরিবেশন করো,
তখন মনে হয়-
আমি সেই শৈশবে মায়ের হাতে খাচ্ছি।
আমার মনটাকে মমতাময়ী মায়ের কাছে নিয়ে যায়।
আমি মুগ্ধ হয়ে যাই।
===