।।মুক্ত করো।।
দেবপ্রসাদ জানা
  ১৯.৯.২০২০


হে শ্রীকৃষ্ণ পিছু ফিরে দেখো একবার
মাত্র আঠার দিনের কুরুক্ষেত্র যুদ্ধে
পরিশ্রান্ত ক্লান্ত তুমি। আর এই বার?
এই কুরুক্ষেত্রে, এই করোনার মধ্যে?


চাই শুধু বিবর্তন চাই প্রতি শত বর্ষে
ধর্ম যুদ্ধে মহাবীর পঞ্চপাণ্ডবেরা-
আর তুমি। কত অস্ত্র?অগ্নিবান বর্ষে।
কি দিয়ে লড়াই করি? এই দূর্বলেরা।


কুরুক্ষেত্র যুদ্ধে তুমি,অর্জুন সারথী
কোথায় পঞ্চ পাণ্ডব,দেখা দাও সব।
মুক্ত করো মুক্ত করো,ওগো মহারথী
শোনাও গীতার বানী,মুক্ত হোক সব।


খুলে যাক বদ্ধ বুদ্ধি, খুলুক দুয়ার।
মৃতের দূর্গন্ধ নাকে, লাগুক সবার।