।।নব নবান্ন।।
দেবপ্রসাদ জানা
  ২৯.১২.২০২০


বিবেকের অবসাদে,পেকে ওঠে ধান-
ভোরের শিশির পায়ে,নববধু আসে
নবান্নের হাত ধরে,মোরে ভালোবাসে
ভোরে দেখি বধূ নাই,আছে তাঁর ঘ্রাণ।


নব নবান্নের ঘ্রাণ, থাকে কয় মাস?
ক্ষান্ত উৎসবের শেষ,রয় ভাঙামন,
ভাঁড়ারের দেশে মৃত,তারাদের মন,
জানলায় বেদনার,স্মৃতির আভাস,


রেলের লাইনে গলা,দেয় পুরবাসি
অলস ভাবনা তার, বধুর বিহনে
পোকাদের আক্রমণ,বধুর উপরে।


মহাজনী পঙ্গপাল,দেয় অট্টহাসি -
আক্রোশে নবান্ন বুঝি,পুড়িল আগুনে,
ফাঁকা মাঠ জুড়ে শুধু,ভুতেরা নাচেরে।