পিঠে দেখে চায়না বলে
এটা কিরে বল না।
পিঠের ভেতর পুর দিয়েছি
ফুল কপির ডালনা।
খেজুর গুড় আর পাই কোথায়
সবই নকল ভাই।
নলেন গুড়ের দিন গেছে
খেজুর রস যে নাই।
গরুর দুধের অভাব ভারি
সোনার দোকানে পাই।
পুয়ো পুয়ো দুধের দিন
শেষ হয়েছে  তাই।
পিঠে পুলি পৌষ সংক্রান্তি
মিষ্টির দোকানে।
খেজুর গুড়ের গন্ধ মেখে
চায় অবাক নয়নে।
চায়ের লিকারে গন্ধ চিনি
নলেন গুড় নাম।
পাটালি আর কলসি ভরা
একশ টাকা দাম।
জয়নগরের মোয়া এখন
পাড়ায় পাড়ায় বেচে।
গুড়ো গুড়ো পাউডার মেখে
পুরো গোলায় গেছে।
নানান জাতের মিষ্টি হলেও
ছানা একাই একশো।
সব খানে তার কদর আছে
টাকা লাগে দেড়শো।
===