।। নারী।।
দেবপ্রসাদ জানা
  ০২.০১.২০২০


রাতের আঁধারে নারী,রূপসী সুন্দরী।
পৌষালী জোছনা ভরা,রাতের সমুদ্র।
বিষাদময় আঁধারে,মল্লিকা প্রহরী।
অহমিকা মরীচিকা,ছায়াহীন রুদ্র।


উর্বষী মেনকা রম্ভা,এই তিন জনে।
স্বর্গমর্ত্য পাতালের, অপরূপ নারী,
সব যেন এক লাগে,মল্লিকার বনে।
রাতের আঁধারে লাগে,সমান সুন্দরী।


অনুপম আভরণে, আগমন তার,
অভিনয়ে অবিচল, করে তারা খেলা
অবোধ পুরুষ জাতি,কি বুঝিবে আর।
অন্তর্গত শূণ্যতায়,কাটে দুই বেলা।


সরল সোহাগ ভরা, ছলনায় মতি।
করজোড়ে নমষ্কার,অভাগার গতি।