।।নারকেল গাছের কাকটা।।
      দেবপ্রসাদ জানা
          ১৩,৬,২০২০
এই সকালে ছাদে পাশের বাড়ির নারকেল গাছ
পাতা ওপর একটা কাক আর আমি।
দিন গুনছি, আর কত দিন?
শুধু শুন্য হওয়ার অপেক্ষায় -
কাকটা শুধু ডাকছে আর ডাকছে,
আর বলছে আমি ক্ষুধাকাতর।
একটু খাবার চাই।
যেন আমার সঙ্গে একটা ফয়সালা চায়।
খাবার দাও নইলে প্রতিদিন জানালায় হানা দেব।
আমার দুই সন্তান ছোট, তাদেরও খাবার চাই।
চিৎকার করে ডাকছে,আমাকেই বলছে কথা গুলো।
আমি বসে আছি ছাদের ওপর, আকাশ দেখছি
কিন্তু ওই কাকটা কিছুতেই দেখতে দিচ্ছে না।
তার স্বরে স্বর্গ মর্ত পাতাল কাঁপিয়ে দিচ্ছে।
খাবার চাই। খাবার চাই। খাবার চাই।
প্রথমে এক, তারপর আরো এক,
বাড়ছে  ক্রমশ বাড়ছে।
প্রথম কাকটাই মাতব্বরি করে ডাকছে সব।
আন্দোলন বিদ্রোহ জমায়েত।
আমি তাড়াচ্ছি যাচ্ছে না।
ডানা ঝাপ্টে ব্যঙ্গও করছে।
আরে তুমি মরে গেলে আমাদেরই ডাকবে
তোমার খাবার খেতে।
আজই দিয়ে দাও তোমার মজুত খাবারটা।
আমরা বাঁচি।
কেঁপে উঠি আত্মার বুক ফাটা ক্রন্দনে।
যাবার জন্যই তৈরী হয়ে আছি
তাবলে মরার কথা বলবে কাকটা, যাবো।
কিভাবে গেলে পূর্ণ হবে জীবন।
কি পোষাকে যাবো?
কালের রুদ্ধতা ভাঙ্গতে চাইছি মৃত্যুর ঠোঁটে চুম্বন করে।
সেই কাকটা এবার করবী গাছে।
ঠিক আমার পাশে। কেন?
ও কি আমার মৃত্যুর অপেক্ষায়।
তাহলে নামের খাবারটা পাবে?
আমি ভেতরে শুন্য হচ্ছি অন্তর্গত সংলাপে।
এই একটা মাত্র জীবনে কত কিছু অসম্পূর্ণ।