মনের ভিতর নষ্ট আকাশ ,
কালো মেঘের ছায়া,
চোখের ভিতর অজানা প্রেম,  
অনাবৃত মায়া।
ভ্রূর নিচে হালকা নীল
চোখে কাজল টানা।
চোখে ভিতর হালকা প্রেম।
হৃদয়ে দিলে হানা।
সোনালী চুলে বাতাস  খেলে
দেখেই শুধালেম।
কে গো তুমি? কোথায় যাবে?
আলতো চোখে প্রেম।
কোন প্রেমিকের ঘর যাবে
আমি শুধালেম।
কোন আগুনের স্পর্শ নেবে  
বলোতো চটপট।
হঠাৎ তাহার মায়ায় আমি
আনন্দে হটপট।
হালকা নাভির নিচে পরা
শাড়ির বন্ধন।
বুকের উপর দিয়ে আছে
অমূল্য রতন।
যেদিকে তাকাই ছন্দ ঘেরা
সুরের ঝংকার।
তাহার শরীর জড়িয়ে আছে
গোলাপ বাহার।
কোথায় যাবে?ও প্রেয়সী।
অপেক্ষাটা কার?
দিগন্তে দুইচক্ষু মেলে
প্রশ্ন আমার।
আমার দিকে তাকিয়ে
আমিই শুধালেম ।
বলো না কন্যা যাবে কোথায়
আমি যে ছিলেম।
যাবে কোথায় ধন্যিমেয়ে
কোন পুরুষের ঘর
কোন আগুনের স্পর্শ নিয়ে
রক্তে ঢালবে নর।
....
ধুতঃ শালা ! আমি কোথায় যাব? যমালয়।
তুই যাবি কিনা বল।
এক ঘন্টা সাতাশো টাকা !
যাবি?
===
  
======