( কখখক কখখক গঘগঘগঘ
অষ্টক ষষ্টক পেত্রার্কীয় রীতিতে )


           ।। নষ্ট রাত।।
        দেবপ্রসাদ জানা
           ২৭.৭.২০২০
এক সোহাগের রাত, চকচকে আলো
প্রচন্ড গরম ভাত, মটনের ঝোল
রাত দুটো পরিশ্রান্ত,হবে গন্ডগোল
তাম্রবর্ণ ত্বক তার হয়ে গেছে কালো ।।


তারপর যদি বৃষ্টি ! তাহলে তো গেলো।
প্রথম ফুলের সজ্জা, শুধু হরি বোল
রাতভোর সে ও আমি,বাজাইব ঢোল
মেঘ যদি শিলাছোঁড়ে কিযে হবে বলো।


প্রথম সেই বছর  সেই একদিন।
শিউলিগন্ধীর রাতে,শুভ্র জোছনায়
স্নান করা অসহায় রাত সেই দিন।
নগ্নতম স্পর্শ তব মেঘ পরিখায়।
সোহাগের রাত তার হইল মলিন।
তব অবদমনের ব্যস্ত অবসন্নতায়।।