যদিও তারে সামনে দেখিনি আমি
স্বপ্নে তারে দেখেছি বলব না।
ফেসবুকে তার ছবি গুলো
অনেক ভাবে দেখেছি।
আর ভেতরে ভেতরে তার ছোঁয়া
অনুভব করেছি।
আকাশ রঙের শাড়িতে ভারি সুন্দর সে।
জিনস্ প্যান্টেও ভারি সচ্ছল।
তার সিদুঁর মাখা সিথে,
মুখের আদল পুরো অন্যরকম।
ভোরের আলোতে পাহাড়ে
কিংবা বিয়ে বাড়ির চত্তরে -
মন হারিয়ে দেয়।
আমি জানি না তার মন।
তবু মনের মাঝে তারই অনুরন।
হাত বাড়িয়ে আছি বহুদিন ধরব বলে,
সাহস হয়নি ধরি হাত।
প্রতিদিন সুধু ম্যাসেঞ্জারে শুভ্র সুপ্রভাত।
তুমি যখন ব্যস্ত থাকো
আমিও ব্যস্ত থাকি।
তোমার ছবি দেখি
সেটাকে আদর করি।
আগুনে মনটা পোড়াই
তোমার ছবিতেও যে অনেক আগুন।
আমার কথা শুনে তুমি হাসো
ভাবো ঠাট্টা করছি।
কিন্তু তাতো নয় !
ভালোবাসার মনটা,
আমি তোমাকে দিয়ে রেখেছি।
তুমি অবহেলে যেখানে খুশি ফেলতে পারো।
কিন্তু আমি পারি না।
আদর করে যদি তোমায় সোনা ডাকি?
ক্ষতি কি?
আঠারো মিনিটেও তোমার যখন কাজ শেষ হয় না,
তখন মনে হয় চলে যাই তোমার কাছে,
তোমার বাড়ি।
কিন্তু ভয় হয় আমায় দেখে যদি করে দাও আড়ি।
আমি যে তোমার দেশেই তোমার ঘরেই
তোমার মতন ভালোবাসতে চাই।
নীলাকাশের নিচে,নন্দন চত্তরে।
ভিক্টোরিয়ার বেঞ্চে কিংবা গড়ের মাঠে।
হাতে হাত রেখে চোখে চোখ রেখে
বিশ্বাসের মালা গলায় দিয়ে
উন্মুক্ত বসন্তবেলায়
সোনা ঝরা রোদ্দুরে
নয়তো বা কনে দেখা গোধুলি বেলায়।
ভালোবাসতে চাই জোছনায়।
ভালোবাসতে চাই বেদনায়।
ভালোবাসতে চাই শুধু তোমাকে।
===