সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


            ।। নিরাশা।।
         দেবপ্রসাদ জানা
            ২৪.৮.২০২০
                 এক


শহীদ তুমি নিরাশ হয়ে বেদনায়
চলে গেলে ছুটি নিয়ে,অনন্তের দিকে।
ঘরেতে তোমার প্রিয়া,নীল জোছনায়
নিঃশব্দে তাকিয়ে আছে আকাশের দিকে ।


আর মা!সেতো হতাশ।ছেলে তার কই?
আসেনি তো সে ছুটির দরখাস্ত নিয়ে।
কত পরিপাটি রান্না, ছেলে আসে ওই।
অন্ধকারে ছায়া পড়ে,ধরলো জড়িয়ে।


বহুদিন না দেখার,ব্যথা জমে আছে,
হৃদয়ে ব্যথারা ডাকে,প্রচ্ছন্ন আড়ালে  
মায়ের মনে কু-ডাকে,পেঁচা ডাকে গাছে
আতঙ্কে কেঁপে উঠবে,সে তোমাকে পেলে।


বিষন্নতায় পাগল কোন বেড়া জালে,
নিজ হাতে মৃত্যু আসে,হৃদয় পোড়ালে।


                       দুই


আত্মহত্যা মহাপাপ। না,কাপুরুষ না,
একটা সুঁচ নয়তো,পুরো একটা গুলি
কেমন করে শহীদ? সহিলে  যন্ত্রনা
কত ব্যথা কত জ্বালা,গুপ্ত পদাবলী।


বেদনার পর্বতগুহা,আরো অন্ধকার।
আরো স্যাত্স্যাতে মৃত্যু। শববাহকেরা
কফিন বাক্সে তোমার জন্য শেষবার
দিল শুভ্র ফুল মালা, তুমি বিশ্ব সেরা।


অশ্রুসিক্ত নয়নের ডাক কেন পান?
মৃত্যুর স্রোতে নক্ষত্র খসে গেল মার।
রক্তের ভিতরে যার নিঃশব্দ প্রয়ান
সন্ধ্যায় ফিরবে তার আদর আধার।


এ ব্যথা কি কোনদিন ভুলিবে মা তার
কফিনের মধ্যে রাখা মার উপহার।।