কেন আয়না? তুমি আমাকে অসতী বলো।
আমি কি তোমাকে কোনো কটুক্তি করেছি?
-করো নি ? আমার সামনে তুমি নিজেকে খুলে ধরোনি?
-হ্যাঁ খুলে ধরেছি?
-কেন? আমিতো পুরুষ নই।
জানো আয়না-
আমি তোমার চোখে নিজেকে দেখি।
তোমার ওই অতল গভীর চোখ আমাকে  
কত সুন্দর করি দেয়।আয়না তুমি বড় বেহায়া।
সকলকে তোমার সামনে উন্মুক্ত করো।
তোমার মায়ায় সকলকে বস করো।
সকলের নগ্ন শরীর তুমি দেখো।
তোমার লজ্জা করে না?
-না করে না,কেন লজ্জা করবে?
আমার কি চোখের পাতা আছে?
পলক পড়ে?
যদিও আমার খুব ভালো লাগে,
তোমাদের শরীরি আবেদন দেখতে।
-কেন? তুমিতো পুরুষ নও।
-তাতে কি? সকলেরই ভালো লাগে।
পুরুষ হতেই হবে তার কোনো মানে নেই।
-জানো আয়না,
আমার না খুব ইচ্ছে করে,
কোনো পুরুষ আমায় দেখুক।
আমার শরীর দেখে প্রশংসা করুক।
-সেকি তোমার স্বামীই তো দেখে সব।
-দেখে কই?
অন্ধকারের কাজ মিটে গেলে ঘুমিয়ে পড়ে।
জানো কেউ আমায় বলে না।
আহা কি সুন্দর তোমার শরীর
তোমার রূপ।
-তোমার স্বামী নিশ্চয়ই বলে।
-নাগো বলে না।
তাই একটা পুরুষ চাই যে আমাকে দেখবে
তোমার মত করে আর বলবে খুব সুন্দর,
খুব ভালো লাগছে
-ছিঃ তুমি যে অসতী হয়ে গেছ। ছিঃ-
===