নিঃসঙ্গ
দেবপ্রসাদ জানা
১৪.৭.২০২১


আকুল শিউলির গন্ধে বিভোর হলাম
ধীরে ধীরে ফুটে ওঠে ফুল,ঝরে যায়
সময়ের খসে পড়া ডালে দুটি ফুল
বাঁচার প্রত্যয়ে থাকে,মানুষের কাছে।
অপেক্ষার ফুল ঝরে যাওয়ার পরে
পায় না দেবতার পা,লাগে না যে কাজে।
প্রজ্ঞায় ভেসে যাওয়া, অচেনা সাগরে
টালমাটাল নৌকাটা মৃত্যুকে আড়ালে
রেখেই এগিয়ে চলে,সাগরের বুকে।
ঢেউ ভেঙে ভেঙে নৌকা দূরত্বে মিলায়।
খুব নাড়াচাড়া খেয়ে ভেতরে ভেতরে
জেগে উঠি,ভাবি এক অসীম নৈঃশ্বদ্যে
গোপনে ক্ষয়ের কথা ভাবি আর ভাবি,
জীবনের সফলতা এক প্রলোভন
পাঁজরের নিচে প্রাণ,তার মধ্যে মন।
বিষন্নতায় ছুঁয়েছে জীবন বিন্যাশ,
সফলতা খুব একা করে দেয় মন।
বন্ধুহীন সঙ্গীহীন জীবনের ভার
বহন করা সহজ নয় এ জীবনে।