।।নিয়ম মেনে।।
দেবপ্রসাদ জানা
  ১৯.১২.২০২০


দিন রাত্রি ঘুরেফিরে,লুকোচুরি খেলে,
চাঁদমামা,সুয্যিমামা,ভারি তার মিল।
নিয়ম করে,আইন মানে,ভোর হলে।
ঝগড়া নেই,ব্যাগড়া নেই,বেশ মিল।


আকাশে তাদের দেখা,নাই কোনদিন
পার হয়ে যায় দিন,রাত্রি আসে নেমে
জোছনার আবরণে,আলো হয় ক্ষীণ
অভীষ্ট লক্ষ্যের গুণে,সে দিগন্তে থামে।


আসন্ন ভোরের সূর্য,সোনালী অবশ্য।
উজ্জ্বীবিত কামনার, অগ্নিমোহ ক্ষুধা।
অশান্ত ক্ষুধাতে চায়,গিলে নিতে বিশ্ব।
তবু নিয়মের কাছে,মাথা নিচু সদা।


বাজিল আঙিনা মাঝে,নারীর সঙ্গীত।
দিনের বৃক্ষটি দেয়,স্বপ্নের ইঙ্গিত।।