সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।।নদী যেমন ।।
দেবপ্রসাদ জানা
  ২৫.৮.২০২০


কালের রুদ্ধতা ভেঙ্গে,স্তব্ধ জাগরণে।
নদী চলে এঁকেবেঁকে,পাহাড় পর্বত
ঘুরে, সমতল ধরে সাগরের সনে।
ঝড় ঝঞ্ঝা আমফানে,বিষন্ন কপোত।


তার তীরে গড়ে ওঠে সুন্দর বসতি
বুক ভরা স্বপ্ন নিয়ে জীবনজীবিকা
নদী কলকল শব্দে,তার নিম্নগতি।
জীবন যেমন চলে,সোজা আঁকাবাঁকা।


নদী কখনো হাসিতে, কখনো বেহাগে,
বাতাসের সাথে সাথে, সাদা জোছনায়
মেঘের আড়াল দিয়ে আদরে সোহাগে
মৃত্যুকে আড়াল করে চলে মোহানায়।


অথচ মরণ থাকে পাপ ওষ্ঠে লেগে,
সময়ের খরস্রোতে,নদী ওঠে জেগে।


                  দুই


মোহানায় যেতে যেতে,কত ছোট নদী
গতিপথ হারিয়েছে। জীবনের মতো
নিজের ভেতরে তারা,মরে থাকে যদি,
খোঁজে কি শ্রাবন ধারা,জননীর মতো।


পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকে যদি,
নীল আকাশের তারা,দোষ বলো কার,
তটিনী নদীর বুকে,যে অনন্ত আদি
সূর্য আদরে চুম্বন, দিতো প্রতিবার।


আজ গোধূলিবেলায়,নদীর স্বপ্নের
নুড়িপাথর উদ্ধত নদীর গভীরে
হারিয়ে যায় সহজে। প্রখর সূর্যের
উত্তাপে নদী নিজেকে যে বিলুপ্ত করে।


নদীর মতো জীবন সামান্য  উত্তাল,
খরস্রোতা হলেও যে,শুন্য হবে কাল।