।।নট নাট্যাচার্য।।
দেবপ্রসাদ জানা
  ২৩.১১.২০২০


সৌমিত্র চট্টোপাধ্যায়,আমাদের সূর্য,
সূর্য গেছে পৃথিবীর,অন্যপারে চলে
দিগন্তরেখার বাইরে,নট নাট্যাচার্য।
সব কাজ,করে গেলে,সব রঙ ঢেলে।


নদী বয়ে যেতে যেতে বালুচরে এনে
হারিয়েছে চুপিচুপি,বালির আড়ালে।
সত্যজিতের অমল,চারুলতা আনে।
অপুর সংসারে তুমি,কত মান পেলে।


অন্ধকারে ডুবে গেল,নাটকের পাড়া
শুন্য হলো টালিগঞ্জ,নক্ষত্র বিহীন
চলে গেলে অকস্মাৎ,এত কিসে তাড়া?
সমস্ত উজাড় করে,চলিলে সেদিন।


কেমনে হারাল সেই,অমূল্য জীবন।
কেড়ে তাকে নিতে পারে্?বিদেহী মরণ।।


।।উজ্জ্বল সৌমিত্র।।
  দেবপ্রসাদ জানা
    ২৩.১১.২০২০


ঘুমালে সূর্য ঘুমাও, উজ্জ্বল জ্যোতিষ্ক।
নীলের স্বপ্ন,চোখের তারায় তারায়-
অধরে অবাক হাসি, উন্মুখ মষ্তিষ্ক।
সুকন্ঠ রচনা তব, দেহ সুষমায়।


দিগন্ত বিস্তৃত যশ,সমুদ্র গভীরে  
ভেজা মনে কত শত,প্রাণঢালা গান।
তোমার জীবন ছিল,সততাকে ঘিরে।
নিজেই নিজেকে খুঁজে,ভরেছিলে প্রাণ।


তোমার কবিতা লেখা,বোধের আভাস
রঙিন গোলাপে ভরা, মিঠে প্রেমপত্র।
চোখের গহ্বরে আঁকা,জোড়া ক্যানভাস।
রুপালি জোছনা তুমি,উজ্জ্বল সৌমিত্র ।


পূর্ণ হলো দেহলীলা,বন্ধ হলো খাতা।
ছিন্নতার ব্যথা জানে,ঝরে পড়া পাতা।