।।নতুন সূর্যোদয়।।
দেবপ্রসাদ জানা
     ২১,৫,২০২০
দেখো সুন্দর এসেছে দরজায়, পৃথিবীর দরজায়।
আপ্যয়ন করো সবে, পৃথিবী আবার সুন্দর হবে।
ফুল দেবে ফল দেবে মুক্ত বাতাসে দেবে অক্সিজেন
আকাশ দেবে নীল, পৃথিবী আবার সুন্দর হবে।


সুন্দর ডাকছে হাঁক পেড়ে দরজায় দরজায়
বন্দী যারা ঘরের জেলে, ভাইরাসে ভীত বহুদিন ।
সাড়া দাও তারা যে যেথা আছো লুকিয়ে এতদিন
উদভ্রান্ত পথিকের মত সুন্দর শুধু ঘুরে বেড়ায়।


আজ বাতাসে ধুলিকণা নেই, গ্রীষ্মের  তেমন উত্তাপ নেই।
বাতাসে নেই বিষাক্ত ধোঁয়া, নদীতে নেই  বিষাক্ত কালো জল।
দেখো চেয়ে সুন্দর এসেছে,ঘাষের ডগায় শিশিরের টলমল।
গোটা পৃথিবী হাসছে, আর কোন নালিশ করতে নেই।


পাহাড়ের গায় বরফের মুক্তো হাসি আছে দেখবার
সোনালী সূর্য করে লুকোচুরি খেলে যায় দেদার।
বসন্ত থাকুক বা না থাকুক পৃথিবী হাসছে আবার
পৃথিবী ভরা খুশি ছন্দে আনন্দে ফিরেছে এবার।


কি হয়েছে যদি একটা ঝড় আসে আমফান
কি হয়েছে মাসটা না হয় রমজান।
কি হয়েছে বৃষ্টি না হয় একটু বেশিই করেছে দান
কি হয়েছে শাশ্বত নক্ষত্রের দেশে কিছু দিয়েছে প্রান

তবুতো সুন্দর এসেছে দুয়ারে দুয়ারে
গোপনে ভরে গেছে আকাশ তারায় তারায়।
শুকনো পাথরে জেগে উঠেছে সবুজ
এতদিন যে প্রত্যাশায় দিন গুনেছি।।