আমি লক্ষ্মী গো বাবু মশাই দুটা পয়সা দিবি বট্যা,
দুদিন হলো খাই লাই, পেটে বড় জ্বালা,
বাপ মা মরছ্যা সাতদিন,
জমিনদার তারিন খুড়া
জমিন গুলা হাত করল
খাই কি বল্যান বট্যা


কিরে লক্ষ্মী তুই বড় ডাগরটো হইছিস -
খ্যাতি পাচ্ছিস লা
কাজ লাইতো কি? আমি ত আছি-
মোদের ঘরটোতে আয়।
কাজটো দিবো-
বড় ভালো বাসি তুকে,
আয় লক্ষ্মী মোর ঘরকে আয়
তুকে খাওয়া দিবো -
তুকে পরা দিবো-
পড়াশুনার বইটো দিবো-
মেলায় যাবার পয়সাটো দিবো-
মোদের ঘরে থাকবি বট্যা -
পুজার সময় লুতন জামাটো দিবো -
লাইতে যাবার সাবানটো দিবো-
মাথায় মাখার গন্ধ তেলটো দিবো-
মোর ঘরকে চল-
ঘর‍্যা থাকবি মেয়ার মতন,
তর গিন্নীমার হাতে হাতে কাজটো করবি
মেয়ার মত থাকবি বট্যা-
কষ্ট কিছু লাই-
রাজিতো ক-
অ্যাকেবারে মেয়্যার মত থাকবি বট্যা-
মেয়্যা !
বাবু গো কাজে ঝিকে কেউ মেয়্যার মতন রাখ্যা
কাজ করাই মারে।
সুজোগ খুজ্যা-
কি কর‍্যা মুদের দেহটো পাওয়াটো যায়?
খারাপটো কর‍্যা-
পর‍্যা কয় তুদের আবার ইজ্জৎ?