।। ঐক্যের গান।।
    দেবপ্রসাদ জানা
       ৮.৮.২০২০


রোমে রোমে অন্তহীন এক তাচ্ছিল্যতা
আক্রোশের পোকা গুলো শিরা উপশিরা
বেয়ে মস্তকে উঠেছে, বাড়ছে তিক্ততা।
প্রজন্ম প্রজন্ম শুধু  কূট চিন্তাধারা।


লাল লাল রক্ত ভরা জীবন করিম
কেউ পরে ধুতিজামা কেউ পরে লুঙ্গি
কারো ইষ্ট রঘুরাম কারো বা রহিম
দুষ্ট যারা তারা ভাবে মুসলিম জঙ্গি।


আরে আরে দুষ্টজনে এসে দেখে যাক
বঙ্গবাসি হাসি হাসি থাকে পাশাপাশি
ভোরবেলা আল্লাধ্বনি সন্ধাবেলা শাঁখ
ঈদের খুশি দুজনে কম আর বেশী।


দুই আত্মার হৃদয়ে স্বচ্ছতার কাঁচ
পড়তে দেবোনা কোন শত্রুতার আঁচ