ঐতিহ্য
দেবপ্রসাদ জানা


গ্রীলবন্দী জানালার গায়ে ক্ষত করে
মৃত আত্মার গভীরে নির্মান করেছি
পাথর পাহাড় মন,আত্মার শরীরে।
দেহের গোপনতম পাপ স্তব্ধতায়-
ভরেছি শূণ্যতা,দীর্ঘ শোষনের রাতে।
প্রতিদিন,প্রতিরাতে শুধু অনাচার।
জীবনের শেষতম দিনেও,আত্মার
কাকেরা কার্ণিশে বসে,ফরমান দেয়।
উত্তর মেলে না,মূক অন্দরমহলে।
পাড়হীন সিল্কশাড়ি,স্বর্ণসুতো গড়া
বাহারী পোষাকে ঢাকা মখমল দেহ-
মনিমুক্তা হীরাপান্না খোচিত পাদুকা
মোলায়েম স্বর্ণসজ্জা একদিন যাবে
ঘনকুয়াশায় ঢেকে।দিনের অন্তরে
লুকানো সোনালী সূর্যে,কমলার রঙে-
ভয়ঙ্কর নেশা জাগে,মাতালের মতো-
অনন্ত কাল চলতে থাকে হেলেদুলে।
প্রতীকি বনেদিয়ানা একদিন,গ্রাস-
করে নেয়েছে দারিদ্র্য,স্বর্ণ অট্টালিকা,
অত্যধিক দাম্ভিকতা বিলাসিতা আর-
ভেবে রাখা অমরত্ব,দেয়ালে দেয়ালে,
রাস্তার ধারে দাঁড়ানো ঐ প্রস্তরখণ্ডে।
অনায়াসে ফিকে হয় ঐশ্বর্যের ভান্ড।