।। অমুকের মতো।।
   দেবপ্রসাদ জানা
     ১৬.৮.২০২০
কবিতায় প্রেম করি ভালোবাসি তাকে
আদরে আদর ভরি সেই কবিতায়
তোমরা যেন সকলে বলো নাগো মাকে
শব্দ নিয়ে খেলা করি তার দেহটায়


লোভে পাপ পাপে মৃত্যু কহে গুরুজনে
সুন্দরী কবিতা মোরে, দেখায় দেমাক
এই দ্যাখো কলমের,বলে কানে কানে
শব্দ গুলো এলোমেলো করে সে বেবাক।


গন্ডগোল হয়ে যায় ছন্দতাল সব
মনের ইচ্ছায় ওই, অমুকের মতো
প্রেমের বিন্যাস করি যেন কলরব
আমার যদি কবিতা তার মতো হতো


গাড়িবাড়ি হতো আর, সোনার গহনা
বাড়তে থাকে চাহিদা কবিতা সয় না