ওরাই সেনিক
দেবপ্রসাদ জানা
    ৪.৫.২০২১


তোরা কারা?ভাই সব,অবাধ্য বর্বর
অনিয়ম অনাচারে,ভরে দিলি দেশ
তোরা কারা?দিনরাত রসদের ভাণ্ডে
জীবন খুঁজে যাচ্ছিস,দয়া মায়াহীন
কার্যকলাপের মধ্যে,নিজের পাপের
ঘড়া ভরছিস,ওরে কে তোরা পাষণ্ড?
কোদাল কাস্তের আর হাতুড়ির প্রাণ
ঘামের গন্ধ যাদের,ঘুমের আধার
কঠোর শ্রমে গড়েছে খাপরার চাল
ঠাসাঠাসি ঘেষাঘেষি,আমুদে মানুষ
তাদের ঘরের চালে জ্বালিস আগুন।
ছেলেবুড়ো কচিকাচা,বেঁচে মরে থাকে।
বাঁধানো চাতালে শোয়া,গরীব পথিক
বস্ত্রহীন,অন্নহীন কাটায় জীবন-
তাদের ময়লা দেহে,ঢেলে দিস জল,
শীতের গভীর রাতে,ওরে তোরা কারা?
মানুষ নাকি দানব?খোঁজ নিয়ে দেখ
দেখি অর্বাচীন,কার বীজে জন্ম তোর?
সোনাদানা ধনরত্ন সব আছে তোর,
গরীব চাষার প্রতি এত অনাচার?
তাদের কষ্টান্ন কেড়ে, দিস গালাগাল?
দেশের গৌরব তারা,তাদের সম্মানে
দুইবিঘা জমিটাও,নিয়েছিস কেড়ে,
তোর সখের বাগান হবে একটানা
দৈর্ঘ্যে প্রস্থে হবে সেটা,সমান সমান।
লাঙলের ফলাচেরা,ধরিত্রীর বুক,
ফেটে যে সোনার ধান,তোদের থালায়
শ্বেতশুভ্র অন্নভোগে,জীবনের হাসি-
একদিন চলে গেলে,কেমনে তা পাবি?
ইমারতের বড়াই করিস,কেনরে-
আহাম্মক,ইটে-ইট জুড়ে দিয়ে,গড়ে
যারা উঁচু অট্টালিকা,দেখ তার ঘরে
চাল নেই,রান্না ঘরে ভাত নেই আজো।
অবিরাম পরিশ্রমে,চলার পথিক-
ওরাই প্রকৃত বীর, ওরাই সৈনিক।