সকালে বাজারের পথে-
দাদা বাজার যাচ্ছেন নাকি?
এই দাদা খেতেতো হবে।
তা দাদা কেমন চলছে?
চলছে কোথায়? কেটে যাচ্ছে।
দেশের অবস্থা কি বুঝচ্ছেন?
বুঝচ্ছি কোথায়? বোঝাচ্ছে।
কি রকম?
আলুর কেজি পঁচিশ টাকা
পিঁয়াজ দেড়শ টাকা -
আদা রসুন?
আগুন।
শাক সবজি আকাশ ছোঁয়া -
এ কোথায় যাচ্ছি দাদা?
ছেলে পুলের ভবিষ্যত কি?
শিল্প নেই, চাকরি নেই
বিদ্যুতের দাম বাড়ছে
দেখেও দেখচ্ছেন না।
আপনার তো দেখছি অনেক অভিযোগ?
না দাদা অভিযোগ কোথায়?
আপনারা দেশের হত্যা কর্তা -
আপনাদের অভিযোগ করে
কাজ কিছু হয়েছে কোনদিন?
আমরা সাধারণ মানুষ -
ভোটের সময় আনন্দ করে ভোট দিয়ে-
খুসী করি আপনাদের।
আপনারা ওপরে চলে যান
বাড়িতে শাক সবজি মাছ মাংস চলে আসে-
সকলের অনুদানে সংসার চলে যায় আপনাদের -
বাইরেটা দেখার সুযোগ পান না।
আপনাদের কাছে অভিযোগ করে কি হবে?
===