।।পাহাড়িয়া রাত।।
  দেবপ্রসাদ জানা


শীত যেথা,শীতে কাঁপে,পাহাড়িয়া রাত।
ফুলের কুঁড়িরা সেথা, কাঁপে থর্ থর্।
কুয়াশা,আগুন জ্বেলে,সেঁকে তার হাত।
বৃদ্ধ বৃক্ষ শীতে,খোঁজে,কুয়াশা চাদর।


সকালের গুণগান ভুলে গেছে পাখি
ভোরের সোনালী রোদ ঘুমে অচেতন
ডাক দিয়েও তোলেনি,রাত জাগা পাখি।
ঘন কুয়াশায় তারে,করেছে বারণ।


এক ধারে বড় খাদ,পড়লে মরণ
অন্যধারে পাহাড়ের,অতি অহংকার।
মাঝে পথ, ভয়ে ধরে,পাহাড় চরণ
আর নয় পথ চলা বেলা হলো তার।


মেঘের আঁচলে ঢাকা নীল নীলাম্বর,
আমি আছি ভয় নাই,মেঘের ভিতর।