এই শোনো।
তোমার বুকের খাঁচাটায়-
আমার প্রান পাখিটা বন্দী হয়ে আছে।
খুলে দাও না।
অনেকদিন হলো বড় কষ্ট পাচ্ছে ও।
খুলে দাও।
ওই যে চার বছর আগে তুমি স্কুলে,
আমি সবে এগার ক্লাস।
পার্কে বসে নিলে আমার প্রান পাখিটা।
বললে ভারি যত্নে রাখব।
বেশ যত্নে ছিল কদিন।
ভালো বাসতে আদর করতে।
খেলা করতে ওর সাথে।
কি যে হলো হঠাৎ?
আর ওকে দেখোই না।
বড় অবহেলায় থাকে এখন।
আমি চাকরিটা পাইনি এখনো?
একটা বাড়িও করতে পারিনি।
যৌথ পরিবারে থাকি।
কার কোনটা যে ঘর বুঝি না।
তাই ও পাখিকে তুমিও রাখতে পারবে না।
আমিও না।
উড়িয়ে দাও। খুলে দাও খাঁচাটা।
ওটা উড়ে যাক ঐ আকাশ পানে।
====